ভাষাশহীদদের প্রতি মার্কিন দূতাবাসের ব্যতিক্রমী শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশিদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এ উপলক্ষে তৈরি এক ভিডিও ক্লিপে বার্নিকাটের সঙ্গে যোগ দিয়েছেন দূতাবাসের কর্মকর্তারাও।
ভিডিওর মাধ্যমে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বার্নিকাট ও দূতাবাসের কর্মীরা।
ভিডিওচিত্রে দেখা যায়, নিজ নিজ দেশের ভাষায় ‘অমর একুশে’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ধরে মুখেও বলছেন যার যার ভাষায় ‘অমর একুশে’ শব্দ দুটি। এরপর বার্নিকাট বাংলায় বলেন, ‘আজ একুশে ফেব্রুয়ারি।’ এরপর ইংরেজিতে বলেন, ‘আজ বাংলাদেশে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। বাংলা ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন আজ তাঁদের স্মরণ করছি আমরা। মার্কিনিরা তাঁদের ভাষার বৈচিত্র্য নিয়ে সব সময় গর্ববোধ করেন। বিভিন্ন ধরনের মানুষ বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে এসেছে এবং বসবাস করছেন। এর মধ্যে বাংলাদেশের মানুষও আছেন। ঢাকার মার্কিন দূতাবাসে আমার সহকর্মীরা যুক্তরাষ্ট্রে ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের সবচেয়ে বড় উদাহরণ।’
এরপর বার্নিকাট আবারও ভাঙা ভাঙা বাংলায় বলেন, ‘আমি কিছু কিছু বাংলা পারি।’
এ সময় মার্কিন দূতাবাসে কর্মরত বিভিন্ন ভাষাভাষী কর্মকর্তারা তাঁদের নিজের ভাষায় মাতৃভাষার গুরুত্ব বর্ণনা করেন। সেই সঙ্গে তাদের নিজ নিজ ভাষার কথা বলেন। তাঁরা বলেন, মাতৃভাষা তাঁদের জীবন ও মার্কিন দূতাবাসকে সমৃদ্ধ করেছে।
ভিডিও ক্লিপের সবশেষে বার্নিকাট বলেন, ‘চলুন বিশ্বজুড়ে ভাষার বৈচিত্র্যকে বজায় রাখি।’