কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মোয়াবিয়া হুসাইনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, এ সময় তাঁর দেওয়া তথ্যমতে একটি পাইপগান, ছয়টি গুলি ও চারটি হাতবোমা উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর জানান, আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা পরিষদের গেট থেকে মোয়াবিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অন্তত পাঁচটি নাশকতার মামলা রয়েছে। তিনি গত চার মাস পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যমতে, কোটচাঁদপুর শহরের সলেমানপুর তিন রাস্তা এলাকা থেকে অস্ত্র, গুলি ও বোমাগুলো উদ্ধার করা হয়।