পাঁচবিবি সীমান্তে দুই হুন্ডি ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে সাড়ে ১৪ লাখেরও বেশি টাকা ও একটি মোটরসাইকেলসহ আটক দুই হুন্ডি ব্যবসায়ী। ছবি : এফএনএস
জয়পুরহাটের পাঁচবিবিতে সাড়ে ১৪ লাখেরও বেশি টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আটাপাড়া বিওপির চেঁচড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাট শহরের পূর্ববাজার এলাকার সুদর্শন কুন্ডু ও শান্তিনগর এলাকার আবুল হোসেন।
জয়পুরহাটের ৩ বিজিবির অধিনায়ক আব্দুল খবির সরদার জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে সাড়ে ১৪ লাখেরও বেশি হুন্ডির টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে হুন্ডি ব্যবসা করার অভিযোগ রয়েছে বলেও জানান ওই বিজিবি কর্মকর্তা।