মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু জাতির পিতাকে নয়, বাংলাদেশ হারিয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা।
আজ মঙ্গলবার দুপুরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় শিশু-কিশোর সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যে বাংলাদেশের প্রতিটি শিশুকে শিক্ষিত করতে সরকারের নেওয়া বিভ্ন্নি পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। প্রাক-প্রাথমিক শিক্ষা, মসজিদভিত্তিক শিক্ষা, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা, বইয়ের মান উন্নত করা, ২০১৫ সালের ১ জানুয়ারি ৩২ কোটির বেশি বই পুরো বাংলাদেশে বিতরণ করা, উচ্চশিক্ষার সুযোগ দিতে প্রধানমন্ত্রীর দপ্তর গঠিত শিক্ষা-সহায়তা ট্রাস্ট, বিভিন্ন বৃত্তি-উপবৃত্তি চালু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ না হয়ে যায়, তার সব ব্যবস্থা করা হয়েছে; নতুন নতুন স্কুল নির্মাণ করা হয়েছে, যেসব স্কুলের নতুন ভবন প্রয়োজন, সেখানে তা গঠন করা হয়েছে। কারণ, এই সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি শিশু সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদের লক্ষ্য।’ শিশুদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হয়ে গড়ে উঠবে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
চলমান হরতাল-অবরোধে বিভিন্ন সহিংসতায় শিশুদের ওপর হামলার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই না দেশের শিশুরা আগুনে পুড়িয়ে মারার মতো প্রতিহিংসার শিকার হবে। আমরা চাই, শান্তিপূর্ণ বাংলাদেশ। শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এটাই আমাদের লক্ষ্য।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন, যেকোনো মহৎ অর্জনের জন্য ত্যাগ করা দরকার। তিনি আমাদের জন্য তাঁর প্রাণ উৎসর্গ করে গেছেন। তিনি জীবন দিয়ে গেছেন এ দেশের মানুষের জন্য। আমাদের লক্ষ্য এ দেশের মানুষের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যে দেশ হবে দারিদ্র্যমুক্ত সোনার বাংলা।
উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তোমরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এ দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। স্বাধীন জাতি হিসেবে আমরা যেন মাথা উঁচু করে বাঁচতে পারি, সেভাবেই তোমরা নিজেদের গড়ে তুলবে। ...তোমরাই আমাদের ভবিষ্যৎ।’
এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ’৭৫-এর ১৫ আগস্ট শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা করে নিজের বক্তব্য শেষ করেন শেখ হাসিনা।