সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমানকে তাঁর বাড়ির দরজা ভেঙে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সুনামগঞ্জের হাসননগরে এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ আল নোমানের বাবা মো. হোসাইন আহমদ অভিযোগ করে বলেন, ‘রাত আড়াইটার দিকে পুলিশ আমাদের বাসার গেট ভেঙে ঘরে ঢুকে আমার ছেলেকে ধরে নিয়ে যায়।’
তবে সদর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ দরজা ভাঙার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘গেটটি আগে থেকেই ভাঙা ছিল। আমরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলার আসামিকে আটক করেছি।’
গত ৫ ও ৮ জানুয়ারি সুনামগঞ্জে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমানকে আসামি করা হয়। পরে গতকাল রাতে যৌথবাহিনীর অভিযানে তাঁকে আটক করা হয়।