যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ
যশোরে সিঙ্গিয়া রেলস্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে রেলস্টেশনেই এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।
এ নিয়ে গত দুই মাসে একই স্থানে তিনবার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল।
যশোর রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, দুপুরের পর মালবাহী ট্রেনটি খুলনা থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে ট্রেনটি সিঙ্গিয়া রেল স্টেশনের এক নম্বর লাইন থেকে দুই নম্বর লাইনে যাওয়ার সময় ১০ নম্বর পয়েন্টের কাছে একটি বগি লাইনচ্যুত হয়।
এ সময় ট্রেনের বাকি বগিগুলো যশোর-খুলনা মহাসড়কের ওপর থেমে যায়। এতে যশোর-খুলনা মহাসড়কেও যানচলাচল বন্ধ হয়ে যায়। অবশ্য এক ঘণ্টা পর যশোর-খুলনা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়।
যশোর রেল স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার সাইদুজ্জামান জানান, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনাটি খুলনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ করবে। তবে ঠিক কখন নাগাদ আবার রেল চলাচল স্বাভাবিক হবে সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ প্রায় একই স্থানে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছিল।