চট্টগ্রামে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ
দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর চট্টগ্রামের বাসায় ‘পেট্রলবোমা হামলার’ ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় পার্টি। আজ মঙ্গলবার বিকেলে নগরীর জেলা পরিষদ চত্বরে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাতীয় পার্টি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে অংশ নিয়ে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মেহজাবিন মোর্শেদ বলেন, পেট্রলবোমা হামলায় কেউ লাভবান হচ্ছে না। বরং কিছু সাধারণ মানুষ মারা যাচ্ছে। পেট্রলবোমা দিয়ে মানুষকে পুড়িয়ে মারা বন্ধ করুন।
সমাবেশে আরো বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শায়েস্তা খান, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি নুরুচ্ছাফা সরকার, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ কামাল উদ্দিন তালুকদার, মেজবাহ উদ্দিন, মহানগরের সদস্য সচিব ইয়াকুব হোসেন, এস এম সাইফুল্লাহ, জহুরুল ইসলাম রেজা, কামরুজ্জামান বল্টু।
বক্তারা জাতীয় পার্টির মহাসচিবের বাসায় পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পেট্রলবোমা হামলাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
গতকাল সোমবার রাতে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুর চট্টগ্রামের চান্দগাঁও এলাকার বাসা লক্ষ্য করে পেট্রলবোমা হামলা করা হয়। এতে বাবলুর শোবার ঘরের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে চান্দগাঁও থানা পুলিশ এ ঘটনা অস্বীকার করেছে।