পটুয়াখালীতে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পটুয়াখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা মামলার একজন আসামি নিহত হয়েছেন। তাঁর নাম মাওলা মৃধা (৩৫)।
আজ সোমবার সকালে র্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান জানান, ভোর পৌনে ৫টার দিকে এ বন্দুকযুদ্ধ হয়।
সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় র্যাব জানিয়েছে, জেলা সদরের হেতালিয়া কালিকাপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী মাওলা মৃধার সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংস্থাটির দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বন্দুক, বিস্ফোরক দ্রব্য ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ভোরে লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসে র্যাব। পুলিশের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, মাওলার মৃত্যুর খবরে হেতালিয়া বাঁধঘাট এলাকায় স্থানীয় লোকজনের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার সন্ধ্যায় মাওলা মৃধাকে হেতালিয়া বাঁধঘাট এলাকা থেকে সাদা পোশাকের কয়েকজন লোক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। মাওলা সে সময় একজনের জমির দখল নিচ্ছিলেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মাওলা মৃধার বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।