প্রধান বিচারপতির ঘরের পাশে গ্যাস সিলিন্ডার, এলাকায় আতঙ্ক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ঘরের পাশে খালি জায়গায় একটি গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে।
আজ সোমবার সকালে বাড়ির কাজের লোক এটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিন্ডারটি উদ্ধার করে। এ নিয়ে এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রধান বিচারপতির পাশের বাড়ির অশ্বিনী কুমার সিংহ সাংবাদিকদের জানান, তিনি গ্যাস সিলিন্ডার দেখতে পেয়ে প্রথমে বিচারপতির বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যকে বিষয়টি অবহিত করেন।
পরে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিচারপতির বাড়িতে অবস্থান করেন। তবে ওই স্থানটি লাল ফিতা দিয়ে বেঁধে রাখা হয়।
এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি দল ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলের পাশ থেকে একটি স্কেচ ম্যাপ ও একটি ছবি উদ্ধার করা হয়েছে।
পরে সিলেট থেকে পরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বোমা বিশেষজ্ঞ দল বিকেল ৪টার দিকে প্রধান বিচারপতির বাড়ি আসে এবং সিলিন্ডারটি উদ্ধার করে। পরে তারা সিলিন্ডার থেকে গ্যাস বের করে দেন।
এদিকে কয়েকদিন ধরে প্রধান বিচারপতির স্ত্রী তিলকপুরের গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তবে গতকাল রোববার তিনি বাড়িতে ছিলেন না, অন্যত্র এক আত্মীয়র বাড়িতে ছিলেন বলে বিচারপতির বাড়ির লোকজন জানিয়েছেন।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, কারা তেন এটি এখানে রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত বিপজ্জনক কোনো কিছু আমরা পাইনি।