সবুজ হত্যা মামলা : দুজনের ফাঁসি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দীঘলকান্দী গ্রামের আলোচিত সবুজ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক রেজা মো. আলমগীর এ রায় ঘোষণা করেন। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি দীঘলকান্দী গ্রামের রুবেল (২৩) ও একই এলাকার সুজন (২২) আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় অভিযুক্ত অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর আসামিরা মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে মিরপুর বাজারে পলিথিন কেনার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় নিহত সবুজকে। পরদিন মিরপুর রেললাইনের পাশে সবুজের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো আটজনের বিরুদ্ধে মামলা করেন।
পরে আসামিরা গ্রেপ্তার হলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পুলিশ আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাই করা মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে।
শুনানি শেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় রুবেল ও সুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এবং বাদীপক্ষে ছিলেন খন্দকার সিরাজুল ইসলাম।
এ বিষয়ে অনুপ কুমার নন্দী সাংবাদিকদের বলেন, আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও মামলার সাক্ষ্য প্রমাণে সুজন ও রুবেলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে আদালতে তাদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।