দুই সপ্তাহ পর হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু
স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে ১৫ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পাথর আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার আমদানি স্বাভাবিক হয়।
গত ১৬ ফেব্রুয়ারি বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকাসহ অব্যবস্থাপনার অভিযোগ এনে এই বন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ রেখেছিলেন ভারতীয় ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য স্টোন বোল্ডার ও স্টোন চিপস পাথর আমদানি করা হচ্ছিল। কিন্তু বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের অভ্যন্তরে পর্যাপ্ত জায়গা না থাকায় ভারত থেকে পাথরবোঝাই ট্রাকগুলোকে বাংলাদেশে আসার পর রাস্তার ওপর ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। এতে সময়মতো ট্রাক থেকে পাথর খালাস ও পরিবহন করা হয় না। এর ফলে অতিরিক্ত ট্রাকভাড়া গুনতে হতো ভারতের ব্যবসায়ীদের।
এ ছাড়া পাথর খালাস ও পরিবহন করার মতো পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই পানামা পোর্ট কর্তৃপক্ষের। এসব কারণে গত ১৬ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য হিলি স্থলবন্দর দিয়ে পাথর রপ্তানি বন্ধ রাখেন ভারতের ব্যবসায়ীরা।