সালাহ উদ্দিনকে ফিরে পেতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে সুস্থ দেহে ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজার জেলা বিএনপি। আজ বুধবার দুপুরে জেলা বিএনপির সভাপতি শাহাজান চৌধুরীসহ জেলা বিএনপির নেতারা কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেনের কাছে এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বিএনপি নেতারা সালাহ উদ্দিন আহমেদকে আদালতে হস্তান্তর করার দাবি জানান। একই দাবিতে বিএনপির নেতারা কক্সবাজারের পুলিশ সুপারকে স্মারকলিপি দিতে গেলে পুলিশ সুপার শ্যামল কুমার নাথ এই স্মারকলিপি নেননি।
চারদলীয় জোট সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজারের সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদকে গত ১০ মার্চ রাত ১০টার পর রাজধানীর উত্তরায় এক আত্মীয়ের ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আটক করা হয় বলে তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ অভিযোগ করেছেন। ওই ঘটনার পর হাইকোর্টে রিট করেন হাসিনা আহমেদ। ওই রিটের জবাবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রতিবেদন দিয়ে জানায়, তারা সালাহ উদ্দিনকে আটক করেনি। সালাহ উদ্দিনের খবরও তারা জানে না।
সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিউট আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা তাঁকে (সালাহ উদ্দিন আহমেদ) খুঁজে বেড়াচ্ছি। যদি কোনোখানে আত্মগোপনে থাকেন, তবে আশা করি, তাঁকে ধরতে পারব।’