গোবিন্দগঞ্জে নিহত ২ যুবকের পরিচয় মিলেছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজ এলাকা থেকে উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ হয়ে নিহত সেই দুই যুবকের পরিচয় মিলেছে।
যুবকরা হলেন শরীয়তপুরের পালং থানার সিলথিয়া গ্রামের আবদুস সালামের ছেলে আবির হোসেন (২০) ও শেরপুর জেলা সদরের বাগপাশা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে শাকিব মিয়া (২৫)।
ঘটনার এক মাস ১১ দিন পর নিহত আবিরের মা আয়শা বেগম বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় এসে লাশের ছবি, পরনের কাপড়, প্যান্ট ও জুতা দেখে পরিচয় নিশ্চিত করেন।
এ সময় আয়শা বেগম পুলিশকে বলেন, তাঁর ছেলে আবির হোসেন ঢাকার সাভার কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষে পড়ত। সে আশুলিয়া এলাকার একটি ভাড়া বাসায় থাকত। অপর যুবক শাকিব ছেলের সঙ্গে একই বাসায় থাকত। সে পেশায় বাসচালক। ছেলে আবিরকে দুর্বৃত্তরা অপহরণ করে। তাকে উদ্ধারের চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি অপহরণের মামলা করেন। তবে কী কারণে তাদের অপহরণ করে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গফুর জানান, ময়নাতদন্ত শেষে তিনদিন পর লাশ দুটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে জেলা শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়। তাদের ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে রাখা হয়েছে। অপহরণ মামলার সূত্র ধরেই আবিরের মা গোবিন্দগঞ্জ থানায় এসে লাশ শনাক্ত করেন।
গত ২১ জানুয়ারি সকাল ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ এলাকার (হাওয়াখানা) করতোয়া নদীর সিসি ব্লকের পাশের গমক্ষেত থেকে আগুনে পুড়িয়ে হত্যা করা ২০-২৫ বছরের অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই মো. আবদুল গফুর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।