নাশকতাকারীদের তথ্য দিয়ে রাজশাহীতে ১০ জন পুরস্কৃত
রাজশাহীতে নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করায় ১০ জনকে পুরস্কৃত করেছে র্যাব। আজ রোববার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সন্ত্রাসবিরোধী প্রচারাভিযান শেষে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
মাহবুব আলম বলেন, ‘নাশকতাকারীরা দেশের শত্রু, সমাজের শত্রু। তাই এদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন।’ সন্ত্রাসীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তথ্যদাতাদের পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।’
নাশকতাকারীদের ধরিয়ে দিতে আজ নগরের সাহেব বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে র্যাব। এ সময় র্যাবের সঙ্গে যোগাযোগের মাধ্যম এবং র্যাব ঘোষিত বিভিন্ন পুরস্কারের স্টিকার যানবাহনে সাঁটানো হয়।
র্যাব-৫-এর মেজর কামারুজ্জামান পাভেল ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ারসহ র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।