বিচারহীনতার কারণেই শিশু নির্যাতন বাড়ছে : মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে শিশু নির্যাতনের হার বাড়ছে এবং সে ক্ষেত্রে তা প্রতিরোধে রাষ্ট্র সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দোষীদের আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি নিশ্চিত করাই এ থেকে উত্তরণের একমাত্র পথ।
আজ রোববার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের এখানে গড়ে উঠেছে এবং আইন-কানুনকে তোয়াক্কা না করে ভঙ্গ করে নিজের প্রভাবকে খাটিয়ে, সেই প্রভাবটি অর্থনৈতিক হতে পারে, পেশির হতে পারে, রাজনৈতিক হতে পারে, বিভিন্ন প্রভাব খাটিয়ে আইনের ঊর্ধ্বে থাকার অবস্থা অনেকে নিশ্চিত করেন। তাঁদের এই ধারণাটিও কিন্তু এই অপরাধ প্রবণতাকে উসকে দিয়েছে। তদুপরি এটিও আমাদের জানা, শিশুরা এমন ভঙ্গুর অবস্থায়, যারা প্রতিবাদ-প্রতিরোধ করতে পারে না। সুতরাং আমার মনোমালিন্য ও শত্রুতা থাকতে পারে আরেকজন প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে। কিন্তু তাঁর সঙ্গে হয়তো আমাকে সামনে সামনে যুদ্ধ করতে হবে। সেই পথটি পরিহার করে আমি শিশুকে বেছে নিই যে প্রতিবাদ এবং প্রতিরোধ করতে পারবে না। এবং আমার প্রতিরোধ স্পৃহাকে সেভাবে বেছে নিই। এর চেয়ে জঘন্যতম, বর্বরতম ও অমানবিক আর কিছু হতে পারে না।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম নূর উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদে এক হাজার ২০০ জন শিক্ষার্থী ভর্তি হয়।