কুমারখালীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা ১টার সময় কুমারখালীর লাহিনীপাড়ার মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রী জানায়, বাংলার শিক্ষক রফিকুল ইসলাম তাকে তিনতলায় ডেকে নিয়ে চিলেকোঠায় জাপটে ধরেন। এ সময় সে কৌশলে নিজেকে মুক্ত করে নিচে নেমে আসে। পরে বাড়ি ফিরে বিষয়টি অভিভাবকদের জানালে তারা পুলিশে খবর দেয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, কুমারখালী থানার পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অভিযোগের সত্যতা পেয়ে মেয়েটিকে থানায় নিয়ে আসে। ঘটনাটি জানাজানি হলে ওই শিক্ষক আত্মগোপন করেন। তবে শিক্ষক রফিকুলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদল জলিল বলেন, ‘মেয়েটি প্রথমে আমাদের জানালে শিক্ষককে জিজ্ঞাসাবাদের সুযোগ পেতাম। তবে এ নিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। দোষী প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’