মেয়র প্রার্থীদের ই-টিন প্রদর্শন বাধ্যতামূলক
আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের ১২ ডিজিটের ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিন) প্রদর্শন বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রার্থীদের সর্বশেষ ট্যাক্স রিটার্ন জমার রসিদ সংযুক্তকরণও বাধ্যতামূলক করা হয়েছে।
গত সোমবার একটি গেজেটে সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা, ২০১০-এ সংশোধনী এনে এ নির্দেশ দেয় ইসি।
ইসির সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৮৪ (ক) ধারা অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনে ই-টিন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
এর আগে ২০১৪ সালের অর্থ আইনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ই-টিন প্রদর্শন বাধ্যতামূলক করেছিল সরকার। এরই ধারাবাহিকতায় নির্বাচনী বিধিমালা সংশোধন করে ই-টিন প্রদর্শন বাধ্যতামূলক করল ইসি।
অতীতে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের টিএন প্রদর্শনের নিয়ম ছিল। তবে তা প্রদর্শন না করলে কোনো আইনি ঝামেলায় পড়তে হতো না।
আগামী ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ তারিখ ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ এপ্রিল পর্যন্ত।