নকলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী
আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেরপুরের নকলা উপজেলার ১ নম্বর গনপদ্দি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামছুর রহমান আবুল।
নির্বাচনের তফসিল অনুযায়ী গত ২ মার্চ এ ইউনিয়নে নির্বাচনের মনোনয়ন দাখিল করেন শামছুর রহমান আবুল ও বিএনপির প্রার্থী আবু সাইম।
কিন্তু বাছাইয়ের দিন বয়স ২৫ বছরের কম দেখিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাকছুক আলম গত শনিবার আবু সাইমের মনোনয়ন বাতিল করেন। ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী শামছুর রহমান আবুল।
নৌকা প্রতীকের দাবিতে মিছিল
ইউপি নির্বাচনে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর নৌকা প্রতীকপ্রাপ্তির দাবিতে শেরপুর জেলা শহরে মিছিল করেছে তাঁর সমর্থকরা।
গত শনিবার বিকেলে বিপুল সংখ্যক সমর্থক বিভিন্ন যানবাহনযোগে শেরপুরে এসে শহরে মিছিল করে। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের কাছে মনোনয়ন নিশ্চিতের দাবি জানায় তারা।
এবার কামারিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন।