নৌকা প্রতীকের দাবিতে মিছিল

ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীর নৌকা প্রতীক প্রাপ্তির দাবিতে শেরপুর জেলা শহরে মিছিল করেছে তাঁর সমর্থকরা।
গত শনিবার বিকেলে বিপুল সংখ্যক সমর্থক বিভিন্ন যানবাহন যোগে শেরপুরে এসে শহরে মিছিল করে। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিকের কাছে মনোনয়ন নিশ্চিতের দাবি জানায় তারা।
এবার কামারিয়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার দৌঁড়ে রয়েছেন বেশ কয়েকজন।