সাংসদ শামীম ওসমানের মায়ের ইন্তেকাল
নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান ও এ কে এম সেলিম ওসমানের মা কবি নাগিনা জোহা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফসাপোর্ট খুলে ফেললে চিকিৎসক নাগিনা জোহাকে মৃত ঘোষণা করেন। এর আগে শনিবার রাতে তাঁকে লাইফসাপোর্ট দেওয়া হয়। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগের কারণে অসুস্থ ছিলেন।
নাগিনা জোহা ভাষাসংগ্রামী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ের সাংসদ মরহুম শামসুজ্জোহার সহধর্মিণী ছিলেন। তাঁর বড় সন্তান ছিলেন জাতীয় পার্টির নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমান। দুই বছর আগে নাসিম ওসমানের মৃত্যুর পর ব্যবসায়ী সংগঠন বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান উপনির্বাচনে জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাদ আসর নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতাল সড়কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে জানাজা শেষে মাসদাইর সিটি করপোরেশন কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়।