চুয়াডাঙ্গায় আ. লীগ ‘বিদ্রোহীর’ মনোনয়নপত্র প্রত্যাহার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/08/photo-1457441817.jpg)
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এক ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
আজ মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে লিখিতভাবে আবেদন করে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন মোমিনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ-আল মামুন। দলীয় শৃঙ্খলার কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে জানান তিনি।
এ ছাড়া এদিন উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী বদর উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল সামী বলেন, চেয়ারম্যান পদে আবদুল্লাহ-আল মামুন তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর এই ইউপিতে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী রয়েছেন।
অপরদিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী বদর উদ্দিন তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এ ওয়ার্ডে এখন মনোয়ার, মুকুল মিয়া, সাবান আলী ও মকলেছুর রহমান সাধারণ সদস্য পদে লড়াই করছেন।