চাটমোহরের ‘রত্নগর্ভা মা’ জছিমন নেছার ইন্তেকাল
পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সাবেক ভিটিআই সুপারিনটেনডেন্ট দেল মাহমুদ মিয়ার স্ত্রী জছিমন নেছা (৭৫) আর নেই। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, পাঁচ ছেলে, ছেলেবউ, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ছেলেরা হলেন ডা. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল ফসিউর রহমান, কর্নেল জালাল উদ্দিন, সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন ও ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। সব ছেলেই সমাজে প্রতিষ্ঠিত হওয়ায় জছিমন নেছা এলাকায় রত্নগর্ভা মা নামে পরিচিত।
গত বৃহস্পতিবার রাতে জছিমন নেছার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে প্রথমে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
বুধবার সকাল ৯টায় মরহুমার গ্রামের বাড়ি চাটমোহরের চরপাড়ায় এবং সকাল ১০টায় পিত্রালয় ভাঙ্গুড়ার শাহনগর গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার বিকেল ৪টায় বগুড়ার মালতীনগরে জানাজা শেষে মালতীনগর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
জছিমন নেছা দীর্ঘদিন ধরে বগুড়ায় বসবাস করে আসছিলেন। মরহুমার মৃত্যুতে চাটমোহর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সব স্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।