বেগম জেবুন্নেসার জীবনাবসান
বিশিষ্ট ব্যবসায়ী মরহুম শামসুল হুদার স্ত্রী ও ঢাকার ইস্কাটন নিবাসী বেগম জেবুন্নেসা মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। আজ বুধবার বিকেল ৩টার দিকে ঢাকার কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, বেগম জেবুন্নেসা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান ও আলোকচিত্রী তাসলিমা আখ্তার লিমার মা এবং গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকির শাশুড়ি। তিনি চার মেয়ে ও তিন ছেলের মা।
ইস্কাটন মসজিদে জানাজা শেষে বেগম জেবুন্নেসার মরদেহ নোয়াখালী সদরের অশ্বদিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান জানাজা শেষে মরহুমাকে দাফন করা হবে।