শরীয়তপুরে ১৪ জেলের জরিমানা
শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০০ মিটার জাল, ১৫০ কেজি জাটকাসহ ১৪ জেলেকে ৫৪ হাজার টাকা জরিমানা করেছে কোস্টগার্ড ও পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব অভিযান চালানো হয়। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত বুধবার রাতে পদ্মা নদীতে অভিযান চালান। অভিযানকালে ৫০০ মিটার কারেন্ট জাল, ৩০ কেজি জাটকাসহ সাত জেলেকে আটক করা হয়। পরে সাত জেলেকে ২৯ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
এদিকে, আজ বৃহস্পতিবার সকালে নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১২০ কেজি জাটকাসহ সাত জেলেকে আটক করে সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।