চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তিন মামলা
চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও পেট্রলবোমা উদ্ধার এবং শিবিরকর্মী সন্দেহে শিক্ষার্থীদের আটকের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে ৩০ জনকে আসামি করে এসব মামলা করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বাদী হয়ে চকবাজার থানায় মামলাগুলো করে বলে থানার উপপরিদর্শক (এসআই) মমতাজ খাতুন জানিয়েছেন।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার তানভীর আরাফাত জানান, চট্টগ্রাম কলেজ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে ২১ জনকে আসামি করে মামলা করেছেন ডিবির এসআই আবদুল মোনাফ। মুহসীন কলেজ ক্যাম্পাস থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ডিবির এসআই রাসেল মিয়া অস্ত্র ও বিস্ফোরক আইনে নয়জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেছেন।
কোতোয়ালি থানার এসআই কামরুন নাহার জানান, চট্টগ্রাম ও মুহসীন কলেজ থেকে শিবির সন্দেহে আটক শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জনকে থানায় রাখা হয়েছে।
গত মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ দুটি কলেজের ছাত্রাবাসগুলোতে অভিযান চালিয়ে পুলিশ ৮১ জনকে আটক করে। এ সময় তারা কলেজ দুটির ক্যাম্পাসে মাটির নিচ থেকে নয়টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকটি পেট্রলবোমা ও রকেট ফ্লেয়ার জব্দ করে।