রাঙামাটিতে হোটেলের পাশ থেকে তরুণীর লাশ উদ্ধার
রাঙামাটি শহরে একটি হোটেলের পাশ থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
যে হোটেলের লাগোয়া স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেই হোটেল লেক সিটির ব্যবস্থাপক মো. সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। এ সময় হোটেলের সিসিটিভি ক্যামেরা ও রেজিস্টার খাতা জব্দ করে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তরুণীর নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী নুরুল আলম বলেন, ‘আমি মুড়ি প্যাকেট করার জন্য হোটেলের পাশের দোকানের পেছনে গুদামে যাই। সে সময় দোকানের নিচে কাঠের ফাঁকে নীল রঙের একটি জামা দেখতে পাই। পরে লোকজনকে জানানোর পর একটি মেয়ের লাশ দেখা যায়। পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশীদ বলেন, ‘প্রাথমিকভাবে তরুণীকে কেউ মেরে হোটেলের পেছনে একটি হাফ ওয়াল টপকে পেছনে রেখে এসেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ ওখানে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। আমরা হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি এবং হোটেলের সিসিটিভি ক্যামেরা, রেজিস্টার খাতা জব্দ করেছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’