মৌলভীবাজারে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের বিনামূল্যে চক্ষুসেবা
মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপনে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের অর্থায়নে তিন দিনব্যাপী চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা ও ছানিপড়া রোগীদের অপারেশনসহ চশমা ও ওষুধ সরবরাহ করা হবে।
আজ শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চক্ষু শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
মবশ্বির-রাবেয়া ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌরসভার মেয়র ম. ফজলুর রহমান, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ইয়াহিয়া মোজাহিদ।
ট্রাস্টের নির্বাহী পরিচালক এস এম উমেদ আলীর পরিচালনায় অনষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ডা. ছাদিক আহমদ, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব, প্রকৌশলী আব্দুল মুমিন, সমাজসেবী সৈয়দ আছাদ আলী প্রমুখ।
২০১৪ সালে চক্ষু শিবিরে ৯০ জন এবং ২০১৫ সালে ১০৩ জন ছানিপড়া রোগীকে অপারেশন শেষে চোখে লেন্স সংযোজন করা হয়। এ বছর আরো বেশি ছানিপড়া রোগীর অপারেশন ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে বলে আয়োজকরা জানান।
চক্ষু শিবিরের কার্যক্রম আগামী ১৪ মার্চ শেষ হবে। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট দল।