সাব-রেজিস্ট্রারকে ‘দেখে নেওয়া’র হুমকি, যুবকের কারাদণ্ড
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সাব-রেজিস্ট্রার আলী আজগরকে ‘দেখে নেওয়া’র হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবকের নাম শামীম (২২)। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘জমির দলিল রেজিস্ট্রি করে না দেওয়ায় সাব-রেজিস্ট্রার আলী আজগরকে গতকাল সন্ধ্যায় হুমকি দিয়েছিল শামীম। আজ সকালে ওই কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরই আমরা শামীমকে আটক করি। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিকেলে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।’
আলী আজগর এনটিভি অনলাইনকে জানান, তিনি মূলত সিরাজগঞ্জের কাজীপাড়া উপজেলার দায়িত্বে আছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে কামারখন্দ উপজেলাতেও কাজ করছেন। গতকাল বুধবার তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনজন লোক এসে একটি জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। ওই যুবকরা হুমকি দিয়ে বলেন, কামারখন্দে চাকরি করতে হলে জমিটি রেজিস্ট্রি করে দিতেই হবে।
জমির দলিল রেজিস্ট্রি করা হচ্ছে না কেন- এমন প্রশ্নে সাব-রেজিস্ট্রার বলেন, জমিটি নিয়ে থানায় অভিযোগ রয়েছে। গ্রাম্য সালিসেও বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আইনগতভাবে জমিটি রেজিস্ট্রি করা সম্ভব নয়।