অব্যাহতভাবে বিষয়গুলো তুলে ধরছি : জাতিসংঘ
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দিয়েছে জাতিসংঘ। বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানানোর বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।
গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ণ ব্রিফিংয়ে এসব কথা জানান মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনি বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানেন, সেখানে মানুষের অন্তর্ধানের ঘটনা ক্রমাগত বাড়ছে। সম্প্রতি সাবেক একজন প্রতিমন্ত্রী ও বিরোধী দলের মুখপাত্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেছে বলে তাঁর পরিবার দাবি করছে। কিন্তু সরকার বিষয়টি অস্বীকার করছে। আজ (বুধবার) আটদিন পার হয়ে গেল। কিন্তু কেউ জানে যে তিনি কোথায় এবং সবখানেই এমনটা চলছে। তো এক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কী? জাতিসংঘ কি এই বিষয়ে কিছু করছে?’
জবাবে ফারহান হক বলেন, ‘সম্প্রতি এসব বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছি আমরা। আমি ও স্টিফান (স্টিফান ডুজারিক, মহাসচিবের মুখপাত্র) জাতিসংঘের উদ্বেগের বিষয়ে যা বলেছি এবং বাংলাদেশ নিয়ে জাতিসংঘের উদ্যোগের কথা আপনি জানেন। আমার কাছে এ ব্যাপারে নতুন কিছু যোগ করার নেই। আপনি যেসব উদ্বেগের কথা উল্লেখ করছেন, আমরা যা নিয়ে কথা বলছি, তার সঙ্গে সেগুলো সংগতিপূর্ণ। আমরা সকল পক্ষের মধ্যে সংলাপের কথা বলছি এবং কর্তৃপক্ষ (সরকার) যেন মতপ্রকাশের স্বাধীনতা, জমায়েতের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা দেয় সে জন্য বলছি। আমরা অব্যাহতভাবে কর্তৃপক্ষের কাছে এসব বিষয় তুলে ধরছি এবং অবশ্যই এতে যেকোনো ধরনের বিচ্যুতিতে আমরা উদ্বিগ্ন হব।’