অটোরিকশাচালক খুন, প্রধান আসামি গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/13/photo-1457877987.jpg)
শেরপুরের কালিগঞ্জ এলাকায় অটোরিকশাচালক রাজ্জাক হত্যার প্রধান আসামি মিল্টন মিয়াকে(২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোররাত ৩টায় ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মিল্টনের বাড়ি শেরপুর পৌর এলাকার দমদমা কালিগঞ্জে।
শেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ‘এই হত্যা মামলার প্রধান আসামি ও শেরপুরে অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য মিল্টনের মুঠোফোন ট্র্যাক করা হচ্ছিল। এর মাধম্যেই তাঁর গতিবিধির ওপর লক্ষ্য রাখা হয়। আজ ভোরে ঝিনাইগাতীর তিনানী বাজারের এক দোকানের সামনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।’
উল্লেখ্য, গত ৯ মার্চ শেরপুর পৌরশহরের কালিগঞ্জ এলাকার একটি ইটভাটা থেকে অটোরিকশাচালক রাজ্জাকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এরপর সন্দেহভাজন হিসেবে ওই এলাকায় মিল্টনের বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানে রাজ্জাকের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা ও তাঁর রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়। কিন্তু সে সময় মিল্টনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার দিনই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
এর আগেও শেরপুরের কান্দাপাড়া এলাকায় খলিল নামের আরেক অটোরিকশাচালক খুন হন। তাঁর অটোরিকশাটিও ছিনতাই হয়। মিল্টনের বাড়িতে অভিযানের সময় সেই অটোরিকশার বডিটিও উদ্ধার করে পুলিশ।