সিরাজদিখানে বিএনপির প্রার্থীর প্রচারে বাধা, মাইক ভাঙচুরের অভিযোগ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা ও মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বিএনপির ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজিম আল রাজি অভিযোগ করে বলেন, ‘ইউনিয়নের দক্ষিণ মালপদিয়া গ্রামে আজ সোমবার বিকেল ৫টার দিকে আমার নির্বাচনী প্রচারের মাইক ভাঙচুর করেছে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা।’
পরে সিরাজদিখান থানাকে আজিম আল রাজি টেলিফোনে জানালে মাইক উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
বিএনপির প্রার্থী আরো অভিযোগ করেন, এর আগে দুপুরে আজিম আল রাজি নির্বাচনী প্রচারে মালপদিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় প্রবেশ করলে তাঁকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাজি করিমের লোকজন ভয়ভীতি দেখায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের এলাকা থেকে বের করে দেয়।
এ ব্যাপারে আজিম আল রাজি নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মাইক উদ্ধার করেছে। তবে আমরা এমন একটা খবর পেয়েছি যে, নিজেরা ভেঙে অন্য পক্ষের নাম দিচ্ছে।’