শেরপুরে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা বিদ্রোহী প্রার্থীর তিনটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে।
গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ ব্যাপারে উরফা ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।
নকলা উপজেলার উরফা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন রেজাউল হক হীরা। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো।
বিদ্রোহী প্রার্থী নূরে আলম তালুকদার ভুট্টোর ছোট ভাই ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার জানান, হীরা গ্রুপের সমর্থকরা অতর্কিতভাবে হাসনখিলা বাজার, তারাকান্দা বাজার ও বারমাইসা বাজারের তিনটি প্রচার কার্যালয় ভাঙচুর করে।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম হীরা ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সমর্থকরা সোমবার রাতে ভোট চাইতে গেলে ভুট্টোর লোকজন তাদের আটক করে। পরে পুলিশ গিয়ে আমার লোকজনকে উদ্ধার করে।’