ময়মনসিংহের নতুন ডিআইজির মতবিনিময়
ময়মনসিংহ বিভাগের নবগঠিত পুলিশ রেঞ্জের উপ-মহা পরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এক মত বিনিময় সভায় অংশ নিয়েছেন।
আজ আজ বুধবার দুপুর ১২টার দিকে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন আনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক হীরুসহ সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা থেকে শেরপুরের বিভিন্ন সময় কয়েকটি হত্যাসহ শিশু হত্যার বিষয়ে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব ব্যাপারে পুলিশের সাধ্যমতো তদন্ত করার আশ্বাস দেন।