চরমপন্থী, জলদুস্যরা নির্বাচনী প্রচারে
খুলনা বিএনপির ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নির্বাচন সামনে রেখে সরকারি দলের প্রশ্রয়ে চরমপন্থী, জলদস্যু ও আসামিরা প্রকাশ্যে নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছে। তা সত্ত্বেও প্রশাসন ও নির্বাচন কমিশন কোনো ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘নির্বাচন সামনে রেখে সরকারি দলের প্রশ্রয়ে চরমপন্থী, জলদস্যু বহু মামলার পলাতক আসামিরা প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বেপরোয়া গয়ে উঠেছে।’
নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খুলনার সব ইউনিয়ন নির্বাচন এলাকার জনগণ ভীত ও আতঙ্কিত। নির্বাচন নিরেপেক্ষ হবে কি না? ভোটকেন্দ্রে যেতে পারবে কি না? ভোটের দিনে সঠিক গণনা হবে কি না। এমন আতঙ্ক সব এলাকার সাধারণ ভোটারদের মধ্যে।’
নজরুল ইসলাম মঞ্জু আরো বলেন, ‘মূলত বর্তমান সরকার আমলে চারটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ায় ও ভোট ডাকাতির মাধ্যমে ফলাফল ছিনিয়ে নেওয়ার একদিকে যেমন ভোট প্রদানে ভোটারদের অনীহা, অন্যদিকে প্রার্থী সংকট চলছে। এবং চলছে অজানা আতঙ্ক। সরকারি দলের ভয়াবহ সন্ত্রাসের মুখে সবাই অসহায় ।’
তিনি সরকারি দলের লাগাম টেনে ধরে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনাসহ অন্য নেতারা।