সিরাজগঞ্জ আ. লীগ নেতা গোলাম কিবরিয়া আর নেই
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিবরিয়ার মৃত্যু হয়।
মরহুমের চাচাতো ভাই সাংবাদিক মান্না রায়হান জানান, গোলাম কিবরিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসে ভুগছিলেন। গত ৭ ফেব্রুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে গোলাম কিবরিয়ার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গোলাম কিবরিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।
আজ শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা শেষে রহমতগঞ্জ কবরস্থানে গোলাম কিবরিয়াকে দাফন করা হবে।