বিএনপির কাউন্সিল তামাশা : হানিফ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন ২০৩০’-কে অর্থহীন আখ্যা দিয়ে বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘বিএনপির এই কাউন্সিল তামাশায় পরিণত হয়েছে। আর এই লোকদেখানো তামাশার কাউন্সিল দেখতে যাওয়ার কোনো যুক্তি নেই।’
বিএনপির কাউন্সিল গুরুত্বহীন উল্লেখ করে হানিফ বলেন, ‘বিএনপির কাউন্সিল নিয়ে দেশের জনগণ ও দেশের মানুষের মধ্যে কোনো আগ্রহ ছিল না। কেননা কাউন্সিলের আগেই তারা নেতা নির্বাচন করেছে। বিএনপি কোনো গণতান্ত্রিক দলের মধ্যে পড়ে না। তাহলে এই কাউন্সিলের গুরুত্ব কী থাকতে পারে?’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, ‘উনি পেট্রল দিয়ে পুড়িয়ে এতগুলো মানুষকে হত্যা করেছেন। তাঁর কাছ থেকে জাতি কী আশা করতে পারে? ওনার কাছ থেকে ভিশন টু জিরো থার্টি কি আর টু জিরো সিক্সটিই কি? এটা মিনিংলেস কথাবার্তা। জাতি তাঁর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করে না। জাতি বেগম খালেদা জিয়ার মতো এই ধরনের নেত্রীদের আর রাষ্ট্রক্ষমতায় দেখতেও চায় না।’
ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক শেষে তালিকা প্রকাশের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করেন হানিফ।
এবার তৃতীয় ধাপে ৬৮৫টি ইউনিয়নের মধ্যে ৬০৯টির তালিকা প্রকাশ করা হয়। বাকি ৭৬টি ইউনিয়নের প্রার্থী আগামী ২৩ তারিখের মধ্যে প্রকাশ করা হবে বলেও জানান হানিফ।
সংবাদ সম্মেলনে হানিফ আরো বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাঁকে যেমন বহিষ্কার করা হবে, তেমনি বিদ্রোহী প্রার্থীর পক্ষে যাঁরা কাজ করবেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। চতুর্থ দফা ইউপি নির্বাচনের প্রার্থীদের তালিকা তৃণমূল থেকে ২৫ মার্চের মধ্যে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয় ব্রিফিং থেকে। এ সময় বিএনপির কাউন্সিলে বেগম জিয়ার বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, দেশে এমন কোনো সংকট তৈরি হয়নি যে বিএনপির সঙ্গে সংলাপে বসতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।