ক্রিকেট খেলা দেখা হলো না স্কুলছাত্রীর
ক্রিকেট খেলা দেখা হলো না স্কুলছাত্রী পলি আক্তারের (৭)। হবিগঞ্জের নবীগঞ্জে ক্রিকেট খেলা দেখতে গিয়ে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় নিহত হয়েছে সে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত পলি আক্তার ইউনিয়নের বড়কান্দি গ্রামের কামাল মিয়ার মেয়ে। সে পানিউমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
কয়েকজন প্রত্যক্ষর্শী জানান, সকালে পানিউমদা রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। ওই খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রিকেটপ্রেমীর ঢল নামে পানিউমদা এলাকায়। খেলা দেখার জন্য স্কুলছাত্রী পলি পানিউমদা রাগীব রাবেয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় সিলেট থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পলি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং বিক্ষুব্ধ জনতাকে সামাল দিলে যান চলাচল স্বাভাবিক হয়।