ঝালকাঠি পৌর নির্বাচনের ফল বর্জন করল বিএনপি
ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ঝালকাঠি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখান করেছে বিএনপি। ভোটগ্রহণ শেষে আজ রোববার সন্ধ্যায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলের শহর শাখার সভাপতি অনাদী কুমার দাস এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল বর্জনের এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি পুনরায় ঝালকাঠি পৌরসভার নির্বাচন দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির মেয়র পদপ্রার্থী অভিযোগ করেন, ‘আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঠিকমতো ভোট হয়। এরপর আওয়ামী লীগের লোকজন সবগুলো কেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দেয় এবং তারা ভোট দিতে বাধা দেয়। তারা ইচ্ছামতো নৌকায় সিল মারে।’
আনাদী দাসের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, অ্যাডভোকেট ফয়সাল খান, তাজুল ইসলাম, মঈন খান, নান্না সিকদার, আল মাকসুদ কলিন্সসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।