কুড়িগ্রামে দুর্বৃত্তদের হামলায় ধর্মান্তরিত খ্রিস্টান নিহত
কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ার গড়েরপাড় এলাকায় মুক্তিযোদ্ধা, ধর্মান্তরিত খ্রিস্টান হোসেন আলী সরকারকে (৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার গড়েরপাড় এলাকার মুক্তিযোদ্ধা হোসেন আলী প্রতিদিনের মতো আজ সকাল ৭টায় নিজ বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত হোসেন আলীর কাঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওই সময় এলাকাবাসী হত্যাকারীদের আটকানোর চেষ্টা করলে পরপর কয়েকটি ককটেল ফাটিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা। পরে এলাবাসী ও স্বজনরা হোসেন আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
মুক্তিযোদ্ধা হোসেন আলী প্রায় ১৭ বছর আগে (১৯৯৯ সালে) সপরিবারে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টানধর্ম গ্রহণ করেছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ছিলেন।
নিহত হোসেন সরকারের ছেলে রুহুল আমিন আজাদ বলেন, ‘আমার বাবা একজন ভালো মানুষ। আমার জানা মতে তাঁর কোনো শত্রু ছিল না। তবে রংপুরের মাহিগঞ্জ এলাকার পরিচয় দিয়ে আবুল বাশার নামে এক যুবক এ মাসের প্রথম সপ্তাহে বাসা ভাড়া নেন। বাসা ভাড়া নেওয়ার সময় সে নেকসাস মোবাইল কোম্পানিতে চাকরি করেন বলে পরিচয় দেন। ঘটনার আগের দিন সকাল ১০টা সে বাসায় এসে রুমের চাবি দিয়ে পরে আসবেন বলে চলে যান। আবুল বাশারের মোবাইল ফোন নম্বরটি আমার বাবার মোবাইলে সেভ করা থাকলেও তা কৌশলে মায়ের কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে ডিলেট করে দেন।’
নিহতের ছোট ভাই কোকন আলী বলেন, ‘আমার ভাই ১৯৯৯ সালে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। এ কারণে তাঁকে হত্যা করা হতে পারে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তবারক উল্ল্যা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। খুনের রহস্য উদঘাটন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এসপি বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।