প্রকাশ্যে নৌকায় জাল ভোট!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/22/photo-1458728802.jpg)
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমনি ইউনিয়নের আঘরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আজ মঙ্গলবার ব্যাপক অনিয়ম হয়েছে।
urgentPhoto
পোলিং কর্মকর্তার সামনেই তাঁর টেবিলেই প্রকাশ্যেই ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারেন নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট। একই কেন্দ্রে অন্য কক্ষে ভোট দেওয়ার গোপন স্থানে একই সঙ্গে দুজনকে ভোট দিতে দেখা গেছে। একই ইউনিয়নের অন্য কেন্দ্রে এক ভোটারের ব্যালট কেড়ে অন্য ব্যালট জমা দিতে দেখা গেছে নৌকা প্রতীকের এজেন্টকে। এনটিভির ক্যামেরায় এসব দৃশ্য ভিডিও করা হয়েছে। ভিডিওটি এই নিউজের সঙ্গে যুক্ত করা আছে।
আজ বেলা ১১টার দিকে পাইকগাছার কপিলমনি ইউনিয়নের আঘরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে দেখা যায়, গোপন পর্দার পাশেই পোলিং কর্মকর্তার টেবিল। সেখানে আওয়ামী লীগ প্রার্থীর দুই নারী-পুরুষ পাতার পর পাতা উল্টে নৌকা প্রতীকে সিল মারছেন।
পরে টেলিভিশন ক্যামেরায় ভিডিও হওয়ার বিষয়টি দেখতে পেয়ে তারা জাল ভোট দেওয়া বন্ধ করেন। এ ব্যাপারে পোলিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি নীরব থাকেন। এমনকি নিজের নামও বলতে চাননি। আওয়ামী লীগের প্রার্থীর লোকজনও জাল ভোট দেওয়ার ব্যাপারে কোনো বক্তব্য দিতে চাননি।
ওই কেন্দ্রের অন্য বুথে গিয়ে দেখা যায়, পর্দা ঘেরা গোপন ভোটপ্রদানের স্থানে এক সঙ্গে দুজন ভোট দিচ্ছেন। পেছনে আরো দুজন দাঁড়িয়ে ছিলেন। ক্যামেরার বিষয়টি বুঝতে পেরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুজনকে বের করে আনেন।
এরপর একই ইউনিয়নের মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, ক্রাচে ভর দিয়ে আবদুল হামিদ নামের একজন আসেন ভোট দিতে। এই প্রতিনিধির অনুরোধে শারীরিক প্রতিবন্ধী হিসেবে তাঁকে আগে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। আবদুল হামিদ ভোট দিয়ে গোপন কক্ষ থেকে বের হওয়ার মুহূর্তে তাঁর কাছ থেকে ব্যালট ছিনিয়ে নেন নৌকা প্রতীকের এক লোক। এরপর ওই ব্যক্তি নিজের পকেট থেকে একটি ব্যালট বের করে তা ব্যালট বাক্সে ফেলেন।
এদিকে আজ ডুমুরিয়া, বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলা ঘুরে দেখা গেছে, পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ভোটে অনিয়ম হলেও তারা নীরব ভূমিকা পালন করে। বেশির ভাগ ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগের কর্মীদের জটলা করতে দেখা যায়।