‘সীমান্তে ঢুকে’ বিএসএফের গুলি, কৃষক নিহত
দিনাজপুরের বিরামপুর ‘সীমান্তে ঢুকে’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নজরুল নামের বাংলাদেশি এক কৃষক নিহত হয়েছেন। এ সময় ওয়াহেদুর নামের এক কৃষিশ্রমিক গুলিবিদ্ধ হন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুর রশিদ জানান, বিএসএফের সদস্যরা কোনো কারণ ছাড়াই বিরামপুর উপজেলার চাটলা গ্রামে বাংলাদেশের সীমান্তে ঢুকে ছয়টি গুলি করে। এতে সীমান্তসংলগ্ন জমিতে ধান লাগানোর সময় কৃষক নজরুল নিহত হন এবং কৃষিশ্রমিক ওয়াহেদুরের পায়ে গুলি লাগে। এর পর বিএসএফের সদস্যরা নজরুলের লাশ টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যান বলে আহত ওয়াহেদুর বিজিবিকে জানিয়েছেন।
নজরুল ও ওয়াহেদুরের বাড়ি বিরামপুরের চাটলা গ্রামে। ওয়াহেদুরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক।
জাহিদুর রশিদ জানান, হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তারা এখনো কোনো জবাব দেয়নি।