সুষ্ঠু নির্বাচন নিয়েও বিএনপি মিথ্যাচার করছে : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রথম দফার ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রায় সাত হাজার কেন্দ্রের মধ্যে মাত্র ৬৫টি কেন্দ্রে ছোটখাটো গোলযোগের ঘটনা ঘটেছে। সংখ্যা বিবেচনা করলে এটি এক শতাংশেরও নিচে। এমন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়েও বিএনপি মিথ্যাচার করছে।
আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের মহাশ্মশানের উত্তর দিকে গড়াই নদীর পারে জেলা পরিষদের পার্ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হানিফ।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেন, এটিই বিএনপির স্বভাব। এর মাধ্যমেই আরো একবার প্রমাণ হয়েছে অনেক আগেই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই নির্বাচনের ফলাফল বিএনপির জন্য চরম ভরাডুবি এবং এর মাধ্যমে তাদের ভবিষ্যৎ নিয়ে অশনিসংকেত বয়ে এনেছে।
এ সময় প্রথম দফার নির্বাচনে ১১ জন নিহতের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এ দেশে সামাজিক অস্থিরতা একটু বেশি। গতকাল অনেক জায়গাতেই সামাজিক দ্বন্দ্বের কারণে হত্যার ঘটনা ঘটেছে। পরে এগুলো নির্বাচনের সহিংসতা হিসেবে রং দেওয়া হয়েছে। তদন্ত হলেই জানা যাবে এর মধ্যে কতগুলো ঘটনা নির্বাচন সংক্রান্ত।
পরে জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহবুব-উল-আলম হানিফ এমপি। এ সময় স্থানীয় সরকার কুষ্টিয়ার উপ-পরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার জয়নূল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আগজর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।