কুড়িগ্রামে আ. লীগ প্রার্থী বাছাই নিয়ে সংঘর্ষ, আহত ১০
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে নির্বাচন হবে তৃতীয় দফায়। এ ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী বাছাই নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, আজ বুধবার বিকেলে পাঁচগাছী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে বর্ধিত সভায় আয়োজন করা হয়। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল ও সাধারণ সম্পাদক মো. জাফর আলীসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।
জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নেন। এ নিয়ে বর্তমান চেয়ারম্যান আমির হোসেন ও সাবেক চেয়ারম্যান শামছুল আলমের সমর্থকদের মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। সমর্থকদের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে জেলা ও উপজেলা নেতাদের সামনেই আমির হোসেনের লোকজন শামছুল আলমের সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে চেয়ারম্যান পদপ্রার্থী শামছুল আলম, সোহরাব আলী, ফারুক হোসেন, শফিকুল, রফিকুল ও ফরহাদ হোসেনসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়। এ সময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’