জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা শুরু

ছবি : এনটিভি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বই নিয়ে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে রবীন্দ্র-মহুয়া মঞ্চে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান।
প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত।