ঢাকায় অপহৃত ব্যবসায়ী নেত্রকোনায় উদ্ধার
ঢাকার পল্লবী থেকে অপহৃত ব্যবসায়ী গাজী মজিবুর রহমানকে নয়দিন পর নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা লেঙ্গুরা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণের সাথে জড়িত অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ জানান, মুক্তিপণের দাবিতে ব্যবসায়ী মজিবুর রহমানকে অপহরণ করা হয়। মোবাইলে নজরদারির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরো জানায়, ঢাকা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মার্চ মাসুদ রানা পূর্বপরিচয়ের সূত্র ধরে ঢাকার পল্লবী ব্লক ৮-এর বাসিন্দা গাজী মজিবুর রহমানকে কৌশলে কলমাকান্দায় নিয়ে আসে। পরে তাঁকে দুর্গম পাহাড়ি এলাকায় আটকে তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
মুক্তিপণের টাকা আদায়ে মজিবুর রহমানের ওপর নির্যাতন চালায় অপহরণকারীরা। এ ব্যাপারে পল্লবী থানায় মামলা করা হলে ওই মোবাইল নম্বরটিতে নজরদারির মাধ্যমে অপরাধীদের অবস্থান জানা যায়।
ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কলমাকান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ৯টার দিকে সীমান্তবর্তী গোড়াগাঁও থেকে অপহৃত মজিবুর রহমানকে উদ্ধার ও অপহরণকারীদের অন্যতম মাসুদ রানাকে আটক করে।
ওসি আরো জানান, মামলার তদন্তের স্বার্থে আজ শনিবার দুপুরে ব্যবসায়ী গাজী মজিবুর রহমান ও গ্রেপ্তারকৃত মাসুদ রানাকে পুলিশ পল্লবী থানায় নিয়ে গেছে।