নির্বাচনের সঙ্গে চলমান সন্ত্রাসের সম্পর্ক নেই : বাণিজ্যমন্ত্রী
ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি স্বাভাবিক রাজনীতিতে আসার এক্সিট পয়েন্ট পাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনের আয়োজন করবে এবং সরকার নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহায়তা করবে।
বিএনপি নির্বাচনে অংশ নিলে পরাজিত হওয়ার ভয়ে সরকার এ নির্বাচন বাতিল করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে এলেও এই নির্বাচন হবে। নির্বাচন বাতিল করা হবে না।’
বিএনপির স্থানীয় সব নেতাই নানা কারণে কারাগারে ও গুম আতঙ্কে পলাতক আছেন, এ অবস্থায় স্বাভাবিক রাজনীতি কীভাবে সম্ভব—এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, রাজনীতি ও সন্ত্রাসী কার্যকলাপ এক বিষয় নয়। পৃথিবীতে যেসব দেশে সন্ত্রাসি কার্যকলাপ হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। নির্বাচনের সঙ্গে চলমান সন্ত্রাসী কার্যকলাপের কোনো সম্পর্ক নেই।
সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে ভিয়েতনামের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হোয়াং কুওক ভং (Hoang Quoc Vuong)-এর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘আমার বিশ্বাস, আন্দোলন থেকে বেরিয়ে এসে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়ে সুস্থধারার রাজনীতিতে ফিরে আসবে। আমার বিশ্বাস, বিএনপি শুধু সিটি করপোরেশন নির্বাচনই নয়, পরবর্তী সব নির্বাচনেই অংশ নেবে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দল আন্দোলনের নামে সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা দেশের মানুষ পছন্দ করছে না। মানুষ তা প্রত্যাখ্যান করেছে। আমার বিশ্বাস, বিএনপি এটা বুঝতে পারছে।’