কিবরিয়া হত্যা : আরেক মামলায় জামিন পেলেন আরিফুল
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় আরেকটি মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।
urgentPhoto
আজ রোববার সকালে আরিফুল হক চৌধুরী আইনজীবীর মাধ্যমে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহর আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাঁর ১৫ দিনের জন্য জামিন মঞ্জুর করেন বিচারক।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, আরিফুল হক চৌধুরীর মা আমেনা খাতুন চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মায়ের অসুস্থতা বিবেচনায় এর আগে হাইকোর্ট আরিফুল হক চৌধুরীকে কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জামিন মঞ্জুর করেন। ওই জামিনের পরিপ্রেক্ষিতে আজ বিস্ফোরক মামলায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ ১৫ দিনের জামিন মঞ্জুর করেন। কারাগার থেকে বের হওয়ার পর ১৫ দিন এ জামিন বহাল থাকবে।
অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন আরো জানান, আরিফুল হক চৌধুরী নিজেও অসুস্থ। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করে।
গত ২২ মার্চ কিবরিয়া হত্যা মামরায় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জন্য জামিন দেন।