তনু হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে সরব সারা দেশ। এ নৃশংস হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন স্থানে সভা-সমাবেশ হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
কাজী রাশেদ, চান্দিনা : তনু হত্যার বিচারের দাবিতে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গণজাগরণ মঞ্চের রোড মার্চ আজ রোববার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় এসে থামে। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সারা বাংলাদেশে যদি সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে পারি এবং এই ধর্ষকদের বুঝিয়ে দিতে পারি যে ধর্ষণের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, না হলে কিন্তু আমরা বিচার পাব না।’
বক্তব্যের সময় ইমরান এইচ সরকারের সঙ্গে ছিলেন গণজাগরণ মঞ্চের সদস্যরা। বক্তব্যের পর কুমিল্লার উদ্দেশে চান্দিনা ত্যাগ করেন ইমরানসহ অন্যরা।
জালাল উদ্দিন, কুমিল্লা : তনু হত্যার বিচার দাবিতে সকাল ১০টার দিকে কুমিল্লা শহরের পূবালী চত্বরে জড়ো হয় বিকশিত নারী নেটওয়ার্কের কর্মীরা। পরে পুলিশ আন্দোলনরতদের চত্বর থেকে সরিয়ে দিলে বিকশিত নারী নেটওয়ার্কের কর্মীরা কান্দিরপাড় এনসিসি ব্যাংকের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে যোগ দিয়ে আন্দোলনের পরিসরকে বাড়িয়ে তুলে।
সকাল ১১টায় কান্দিরপাড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকায় সড়ক অবরোধ করতে মার্চ করেন।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : তনু হত্যার বিচার দাবিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাবের সামনে কালের কণ্ঠের ‘শুভসংঘের’ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রোটারেক্ট ক্লাব অব নরসিংদী, ফেসবুকভিত্তিক সংগঠন ‘হৃদয়ে আমার নরসিংদী’, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদল ও সামাজিক সংগঠন ‘প্রয়াস’সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কয়েকশ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা মিয়া, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন, হৃদয়ে আমার নরসিংদীর আহ্বায়ক অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম, সদস্যসচিব রাসেল বিন হাসনাত, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল মুন্না, রোটারেক্ট ক্লাব অব নরসিংদীর প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, নরসিংদী কালের কণ্ঠ শুভসংঘের আহ্বায়ক রাকিবুল মাসুম, প্রয়াসের সাধারণ সম্পাদক মারজানুল হক প্রমুখ।
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হন জামালখান এলাকায়। তনু হত্যার বিচার দাবি করে তাঁরা বিভিন্ন প্ল্যাকাড বহন করেন।
বক্তারা সংরক্ষিত এলাকায় এ রকম অমানুষিক হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না বলে দাবি করেন। ধর্ষকদের এ দেশ থেকে চিরতরে উৎখাত করতে শিক্ষার্থীরা যেকোনো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : তনু হত্যা ও লক্ষ্মীপুরের রামগঞ্জের খুরশিদা বেগমকে মাথা ন্যাড়া করে লাঞ্ছিত করার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়। বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনলাইন সংগঠন ‘প্রিয় লক্ষ্মীপুর জেলা’র উদ্যোগে এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সহসভাপতি আ ন ম ফজলুল করিম, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সনাকের সাবেক সভাপতি বনশ্রী পাল চৌধুরী ও প্রিয় লক্ষ্মীপুর জেলার সভাপতি রাজু হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তনু হত্যা ও খুরশিদা লাঞ্ছিতের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।
মোস্তফা আবিদ, নীলফামারী : তনু হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে জেলার সৈয়দপুর উপজেলার সাধারণ মানুষ। খুনিদের গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ‘শিক্ষানগরী সৈয়দপুর’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি ও মানব সমস্যার বার্তা সম্পাদক মো. সাহবাজ উদ্দিন সবুজের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে লিও ক্লাব, নারী মুক্তি আন্দোলন, আমাদের প্রিয় সৈয়দপুর, সৈয়দপুর নিউজ, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : তনু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শহরের শহীদ সাটু হলের সামনে ‘জাগো নারী বহ্নিশিখা’র ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাগো নারীর বহ্নিশিখাৱর আহ্বায়ক ফারুকা বেগম, সদস্য সচিব মনোয়ারা খাতুন।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন করেছে। আজ বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে মহানগর যুবদল। একই স্থানে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক সংগঠন ‘উন্মেষ’ মানববন্ধন করে। অপরদিকে সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা তনু হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকায় মানববন্ধন করে।
ফারুক হোসেন, দিনাজপুর : সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে দিনাজপুরের ছাত্র-যুব ও সর্বস্তরের জনতা। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করা হয়।
জাহিদুর রহমান, সাভার : তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধনসহ গণস্বাক্ষর ও বিক্ষোভ মিছিল করেছে আশুলিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে ‘অ্যান্টি-হ্যারাসমেন্ট স্টুডেন্টস অ্যালায়েন্স’-এর ব্যানারে আশুলিয়া প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীরচট এমএম স্কুল অ্যান্ড কলেজ, ধামরাই সরকারি কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ ও আনবিক শক্তি গবেষণা স্কুল অ্যান্ড কলেজের কয়েকশ সাধারণ শিক্ষার্থী প্রায় ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে অংশ নেয়।
শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় শান্তিপূর্ণভাবে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
গত ২০ মার্চ সন্ধ্যায় টিউশনির জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তনু। পরে বাসায় ফিরে না আসায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন কালভার্টের পাশে ঝোপের মধ্যে তাঁর লাশ পাওয়া যায়।