র্যাবের পর তনুর পরিবারকে ডিবির জিজ্ঞাসাবাদ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থার (ডিবি) ওপর। আজ শনিবার দুপুরের পর তনুর বাবা, মাসহ অন্য স্বজনদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে তনুর পরিবারকে কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসায় নিয়ে যায় ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ। সেখান থেকে রাতে র্যাব কার্যালয়ে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এর আগে তনুর বাবা ইয়ার হোসেনসহ অন্যরা মুরাদনগরের মির্জাপুর এলাকায় ছিলেন। সেখানেই তনুর দাফন সম্পন্ন হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগমসহ অন্যরা কুমিল্লায় ডিবি কার্যালয়ে অবস্থান করছিলেন। জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নিয়ে যাওয়া হয়।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার ভেতরে সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার ছয়দিন পার হলেও এখন পর্যন্ত আটক হয়নি কেউ।
এদিকে তনুকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে কুমিল্লাজুড়ে চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। প্রতিবাদ কুমিল্লা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ঢাকাসহ সারা দেশে।