ববি হাজ্জাজকে বহিষ্কার করলেন এরশাদ
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ঢাকা সিটি করপোরেশনের মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করায় ববি হাজ্জাজকে বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন এরশাদ।
এর আগে সকালে মেয়র পদে ঢাকা উত্তরে মনোনয়নপত্র নেন ববি হাজ্জাজ। এ সময় জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন বাবুলও ঢাকা উত্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের চার ঘণ্টা পর ববিকে সরিয়ে দেওয়া হয়।
এদিন ঢাকার দুটি সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে ভিড় করেন সম্ভাব্য প্রার্থীরা। এখন পর্যন্ত ঢাকা উত্তর থেকে আটজন এবং দক্ষিণ থেকে তিনজন মেয়র পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসছেন অনেকেই। এঁদের বেশির ভাগই সাধারণ ও সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর হতে চান। সময় বেশি নেই, তাই খোঁজ নিয়ে যত দ্রুত সম্ভব মনোনয়নপত্র দাখিল করতে চান তাঁরা। সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীরা সাংবাদিকদের এসব কথা জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর থেকে মনোনয়নপত্র নিয়েছেন আব্দুলাহ আল কাফি। ঢাকা দক্ষিণ সিটি থেকেও চলছে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ। তবে এখন পর্যন্ত হেভিওয়েট কোনো প্রার্থী এখান থেকে মনোনয়নপত্র নেননি। আগামী ২৯ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া ও জমা দেওয়া যাবে।
গত ১৮ মার্চ ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ। ঘোষিত তফসিল অনুযায়ী তিনটি সিটি করপোরেশনেই ভোটগ্রহণ ২৮ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল ২৯ মার্চ, যাচাই-বাছাই ১-২ এপ্রিল ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।
এরই মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের ব্যবসায়ী আনিসুল হক ও দক্ষিণে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।
বিএনপিও সিটি করপোরেশন নিয়ে ইতিবাচক চিন্তা করছে বলে গত শুক্রবার জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ